বন্ধের পথে যুক্তরাষ্ট্রের কংগ্রেস, ব্যার্থ সদস্যরা

যুক্তরাষ্ট্রের কংগ্রেস আবারও বন্ধের পথে। হাউজ স্পিকার পল রিয়ান বলেন, তিনি আশা করছেন বিষয়টি আলোচনার মাধ্যমে সফল সমঝোতা নিয়ে আসবে। যদিও কংগ্রেস সদস্যরা সমস্যার সমাধানসরূপ কোনও বিকল্প পরিকল্পনা স্থির করতে পারেননি।

রিয়ান বলেন, ‘এটা সত্য যে এখনও আমাদের মধ্যে বেশকিছু অমীমাংসিত বিষয় রয়েছে। তবে, যেহেতু কোনকিছুই আলোচনার ঊর্ধ্বে নয়, তাই আশা করা যায় খুব শীঘ্রই সমাধানের পথ বেরিয়ে আসবে।’ জানা গেছে, অনুমোদনকারীরা মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত ১.৩ ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ বিল তৈরি করতে কাজ করেছেন। সমঝোতাটি হোয়াইট হাউজ দ্বিপাক্ষিকভাবে সম্মতির পর, সিনেট ও হাউজ ডেমোক্রেট এবং সিনেট ও হাউজ রিপাবলিকানদের মাধ্যমে অনুমোদিত হতে হবে।

শীর্ষ এক ডেমোক্রেট সহায়তাকারী জানান, এখনও পর্যন্ত কমপক্ষে ১০ ১২টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে তাই এতবেশি সময় লাগছে।