মাগুরার পোল্ট্রি খামারির মরদেহ উদ্ধার

মাগুরার সদর উপজেলায় মশিউর রহমান শিপন (২৫) নামে এক পোল্ট্রি খামারির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিপন পার্শ্ববর্তী হাজিপুর গ্রামের আশরাফ হোসেন বরুনের ছেলে। বুধবার সকালে উপজেলার চন্দনপ্রতাপ গ্রামের ঈদগাহ মাঠের পাশে থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব জানান- সকালে গ্রামের বাইরের দিকে ঈদগাঁর পার্শ্ববর্তী একটি বেগুন ক্ষেতের পাশে শিপনের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের গলায় জখমের চিহ্ন রয়েছে।

এছাড়া ঘটনাস্থলের কাছে শিপনের ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়ে তা তদন্ত করা হচ্ছে। পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনআনুগ ব্যবস্থা নেয়া হবে।