পুনর্নির্বাচিত হওয়ায় রাশিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্পের শুভেচ্ছা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিনকে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ওই টেলিফোনালাপের তথ্য জানিয়ে বলেছেন, অস্ত্র প্রতিযোগিতা, ইউক্রেন ও সিরিয়া সংকট নিয়ে আলোচনার জন্য তিনি ‘অদূর ভবিষ্যতে’ পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন।
রাশিয়ায় রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুতিন ৭৬ শতাংশ ভোট পেয়ে চতুর্থবারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এর ফলে আরো ছয় বছর তিনি রাশিয়ার সরকার প্রধানের দায়িত্ব পালন করতে পারবেন।
পুতিনের সঙ্গে টেলিফোনালাপের কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে অস্ত্র প্রতিযোগিতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। কিন্তু আর কখনো কাউকে সেরকম প্রতিযোগিতায় লিপ্ত হতে দেয়া যাবে না।
অবশ্য সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে হত্যা প্রচেষ্টা নিয়ে ইউরোপীয় দেশগুলোতে যে উদ্বেগ তৈরি হয়েছে তা নিয়ে কোনো কথা বলেননি ট্রাম্প। সম্প্রতি ব্রিটেনে বিষাক্ত নার্ভ গ্যাস হামলায় স্ক্রিপাল গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং লন্ডন দাবি করছে রাশিয়া তাকে হত্যা করতে চেয়েছিল। মস্কো অবশ্য লন্ডনের এ অভিযোগ হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে।