পদ্মা নদীতে নিখোঁজ হওয়া কলেজছাত্রের মরদেহ উদ্ধার

রাজশাহীতে পদ্মা নদীতে নিখোঁজ হওয়া কলেজছাত্র আসিফ আল মাসুদ মৃন্ময়ের (১৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর চরখিদিরপুর এলাকা থেকে জেলেদের সহায়তায় ভাসমান মরদেহটি উদ্ধার করে দমকল কর্মীরা।

এর আগে গত রোববার দুপুর ২টার দিকে নগরীর চরশ্রীরামপুর এলাকার প্রেমিকার সঙ্গে ঘুরতে গিয়ে পদ্মায় ঝাঁপ দেয় মৃন্ময়। এরপর থেকে তাকে উদ্ধারে টানা অভিযান চালায় দমকল কর্মীরা।

আসিফ আল মাসুদ মৃন্ময় রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। সে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মহসিন আলীর ছেলে। তার মামা রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আব্দুল মালেক। মামার বাড়িতে থেকেই পড়ালেখা করত মৃন্ময়। সম্প্রতি মামার বাড়ি ছেড়ে নগরীর একটি ছাত্রাবাসে ওঠে ওই কলেজছাত্র।

রাজশাহী সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন, পদ্মার মূল প্রবাহে নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন ওই ছাত্র। খবর পেয়ে ওই দিন থেকেই উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন ডুবুবিরা। কিন্তু মরদেহের সন্ধান মেলেনি। বুধবার সকালেও নদীতে টহল দিয়ে মরদেহের সন্ধান চালানো হয়। পরে দুপুরে জেলেরা ভাসমান মরদেহ দেখতে পান। খবর পেয়ে দমকল কর্মীরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ঘটনাস্থলে যাওয়া বামকুড়া থানার পরিদর্শক আব্দুল লতিফ বলেন, কলেজ ফাঁকি দিয়ে গত রোববার দুপুরে মাঝি রাকিব উদ্দিন রকির নৌকায় পদ্মার চরে যায় মৃন্ময়। এ সময় তার সঙ্গে প্রেমিকা, দুই বান্ধবী ও দুই বন্ধু ছিল। ফেরার পথে প্রেমিকার সঙ্গে খুনসুটি হয় তার। এরই জেরে নদীতে ঝাঁপ দেয় ওই শিক্ষার্থী। সাঁতার না জানায় এক পর্যায়ে সে তলিয়ে যায়। নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। এনিয়ে থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি নিচ্ছে নিহতের স্বজনরা।