‘ইরানি জাতির ঐক্য দেখে শত্রুরা হয়েছে বিস্মিত’

ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি (মঙ্গলবার) বলেছেন, শত্রুদের নানা ষড়যন্ত্র ও তৎপরতা সত্ত্বেও গত ফার্সি বছরে ইরানি জাতি নানা বিজয় ও সাফল্য অর্জন করেছে। তিনি সন্ধ্যায় নতুন ফার্সি সন ১৩৯৭ শুরু হওয়া উপলক্ষে এক বার্তায় এই মন্তব্য করেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরানি জাতির ঐক্য দেখে শত্রুরা হয়েছে বিস্মিত এবং তারা এই মহান জাতির পরাক্রমের কথা স্বীকার করতে বাধ্য হয়েছে। ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত কেরমানশাহ শহরে এক সমাবেশে ইরানের প্রেসিডেন্ট আরও বলেছেন, ইরানি জাতি ইরাকি, সিরিয় ও লেবাননি জাতির পাশে থেকে এ অঞ্চলে আগের চেয়েও বেশি নিরাপত্তা প্রতিষ্ঠায় সক্ষম হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেছেন, যেমনটি সর্বোচ্চ নেতা নওরোজ-বার্তায় বলেছেন, নতুন ফার্সি বছর হবে জাতীয় উৎপাদন, ইরানি পণ্যের প্রতি সহায়তা, কর্মসংস্থান ও সমৃদ্ধির বছর।

ভাষণের শুরুতে ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি নওরোজ উৎসব বা নববর্ষ উপলক্ষে এই উৎসব পালনকারী ইরানি জাতিসহ অন্য জাতিগুলোর প্রতি শুভেচ্ছা জানান। নওরোজ মার্চ মাসের শেষের দিকে বসন্ত ঋতুতে শুরু হয়।