বিশ্বের সেরা ১০ পোশাক কারখানার মধ্যে বাংলাদেশেরই ৭ টি

যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের স্বীকৃতি পাওয়া বিশ্বের সেরা ১০ পরিবেশ বান্ধব পোশাক কারখানার তালিকার মধ্যে শীর্ষ ৩টিসহ ৭ টিই বাংলাদেশে থাকলেও সুফল ঘরে তুলতে পারছে না পোশাক খাত। আরো নতুন করে তৈরি হচ্ছে ২ শতাধিক পোশাক কারখানা। এদিকে মালিকসমিতি আশা করছে বছর দুয়েকের মধ্যেই সামগ্রিক পোশাকশিল্পে এসব কর্মসূচীর ইতিবাচক ফল পাবেন তারা।

বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলছেন, মালিকরা পরিবেশবান্ধব পোশাক কারখানা নিয়ে ভীষণ আশাবাদি। একটি দুটি করেই একদিন শতভাগ নিরাপদ পোষাক কারখানার দেশ হবে বাংলাদেশ। ছাদের সৌরপ্যানেল যোগাচ্ছে মোট চাহিদার ২০ শতাংশ বিদ্যুৎ। আর নিচে জলাশয় আর সবুজের সুষম মিশেল। মোট আয়তনের অর্ধেকটাতে পরিকল্পিত প্রকৃতির রাজত্ব।দৃষ্টিনন্দন কর্মস্থলের কর্মীরাও নিশ্চিন্ত নিরুদ্বিগ্ন।

কারখানার ভেতরটাও দখল করে রেখেছে দিনের আলো। বৈদ্যুতিক বাতির প্রয়োজন অনেকটাই কম। আবার যেসব মেশিন ব্যবহার হচ্ছে তাও বিদ্যুৎ সাশ্রয়ী। আছে কার্বন ডাই অক্সাইড নিয়ন্ত্রণের ব্যবস্থাও; এভাবেই তৈরি করা হয়েছে পরিবেশবান্ধব পোশাক কারখানাগুলো।