‘বিশ্বকাপ না জিতলে একমাত্র পথ জাতীয় দল ছেড়ে দেওয়া’

তাকে বলা হয় ফুটবল জাদুকর, আবার অনেকের কাছেই তিনি অন্য গ্রহের প্রাণী! ফুটবল দিয়ে যিনি জয় করেছেন পুরো বিশ্বকে, তিনিই লিওনেল মেসি। তবে তার আক্ষেপ একটাই, ক্লাব ফুটবলে পাঁচবারের বিশ্বসেরা হলেও নিজ দেশকে আজ পর্যন্ত একটি শিরোপাও এনে দিতে পারেননি তিনি। তাই এবার লক্ষ্য রাশিয়া বিশ্বকাপ। নিজেদের প্রমাণের এটাই শেষ সুযোগ হতে পারে এই মর্মে তিনি সতীর্থদেরও সতর্ক করে দিয়েছেন।

এ ব্যাপারে মেসি বলেন, ‘আমরা রাশিয়ায় বিশ্বকাপ না জিতলে একমাত্র পথ খোলা থাকবে জাতীয় দল ছেড়ে দেওয়া। আমি রাশিয়ায় শিরোপা জয়ের স্বপ্ন দেখি।’ রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে প্রত্যাশিত খেলা উপহার দিতে পারেনি আর্জেন্টিনা। তবে অনুমিতভাবেই চূড়ান্ত পর্বে অন্যতম ফেভারিটের তকমা নিয়েই মিশন শুরু করবে মেসি দল। ‘ডি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।

উল্লেখ্য, মেসি ২০০৫ সালে জাতীয় দলে অভিষেকের পর কোপা আমেরিকার তিনিটি আসরে রানার্স-আপ হয় আর্জেন্টিনা। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে যায়।