নিষেধাজ্ঞা অমান্য করে টাঙ্গাইলে বালু উত্তোলনের মহোৎসব
প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে আবারো ড্রেজার দিয়ে টাঙ্গাইলে পুংলী নদীতে বালু উত্তোলনের কাজ চলছে। এতে হুমকির সম্মুখীন হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পুংলী সেতু ও পুংলী রেল সেতু। নদী তীরবর্তী বাড়ি-ঘর, ফসলী জমি ও রাস্তাঘাটেও ভাঙ্গন দেখা দিয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। এদিকে বালু উত্তোলন বন্ধে কার্যকরী পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন।
পুংলী সেতু ও পুংলী রেল সেতু দিয়ে প্রতিদিন উত্তরবঙ্গের ১৭ জেলার কয়েক হাজার গাড়ী ও বেশ কয়েকটি ট্রেনে লক্ষাধিক মানুষ যাতায়াত করেন। এলাকাবাসী জানায়, প্রতিবছরের মতো নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন ব্যবসায়ীরা। এতে ফের হুমকির মুখে পড়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পুংলী সেতু ও পুংলী রেল সেতু।
এছাড়া, নদীর দু’পাড়ের বসত-ভিটা, ফসলী জমি ও রাস্তা-ঘাটও ভাঙ্গন দেখা দিয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। এলাকাবাসীদের একজন বলেন, আমাদের বাড়ির জায়গা জমিজমা ড্রেজারের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকার প্রভাবশালীরাই ব্যবসা করে। বালু ব্যবসায়ীরা জানান, পানি উন্নয়ন বোর্ডের অনুমতি নিয়েই তারা ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন করছেন। তবে অনুমতি দেয়ার বিষয়টি অস্বীকার করেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান সিরাজ বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ক্ষেত্রে কোন অনুমোদন নেই, আমাদের এখতিয়ার ও নেই। তবে তদন্ত করে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধসহ এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক খান মোহাম্মদ নুরুল আমিন বলেন, যারাই এমন বালু ফেলে জায়গা দখল করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।