ধারাভাষ্য বাদ দিয়ে উস্কানিমূলক নাগিন ডান্স দিলেন গাভাস্কার

তখন খেলায় টান টান উত্তেজনা। শেষ দুই ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ৩৪ রান। তখন সাকিব বল তুলে দিলেন রুবেলের হাতে। অন্যদিকে দিনেশ কার্তিক মাঠে নামলেন। রুবেলের প্রথম বলেই লং অন দিয়ে ছক্কা হাঁকালেন। পরের বলে একই জায়গা দিয়ে চার মারলেন। পরের বলে স্কয়ার লেগ দিয়ে ছক্কা। চতুর্থ বল ডট। পঞ্চম বলে ২ রান। শেষ বলে আবার চার। তাতে হয় ২২ রান হয়।

বাংলাদেশ-ভারতের ফাইনাল ম্যাচে কমেন্ট্রি বক্সে ধারাভাষ্য বাদ দিয়ে উস্কানিমূলক নাগিন ডান্স দিলেন গাভাস্কার। আর তাঁর এই নাচ দেখার পর পুরো গ্যালারি জুড়ে নাচ শুরু করে শ্রীলঙ্কান দর্শক।

টাইগার ক্রিকেটার অপুর হাত ধরে বিপিএলে শুরু হয় এই নাগিন নাচ। পরর্বতিতে মুশফিকের মাধ্যমে এই নাগিন নাচ নিদাহাস ট্রফিতে প্রাণ ফিরে পায়। আর এইবার কমেন্ট্রি বক্সে ধারাভাষ্য বাদ দিয়ে নাগিন নাচ দিয়ে বির্তকিত হলেন সুনিল গাভাস্কার।