গাইবান্ধা ট্রাক উল্টে নিহত ১, আহত ৪
গাইবান্ধা সদর উপজেলায় কাঠবোঝাই একটি ট্রাক উল্টে মমিন মিয়া নামে এক শ্রমিক নিহত ও ৪ জন আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে গাইবান্ধা-নাকাইহাট সড়কের রামচন্দ্রপুর ইউনিয়নের গোপালপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মমিন মিয়ার বাড়ি সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকায়।
রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, গাইবান্ধা থেকে কাঠবোঝাই একটি ট্রাক নাকাইহাটের দিকে যাওয়ার পথে টায়ার পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে উল্টে যায়। এ সময় ট্রাকের উপরে থাকা মমিন মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া ৪ জন শ্রমিক আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।