‘বর্তমানে কোটার পক্ষে যারা রয়েছে তারা এ প্রজন্মের রাজাকার’
আজ রবিবার সকাল ১০ টায় কোটা সংস্কারের দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও অজ্ঞাতনামা ৭০০ জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সমাবেশে এসব কথা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাসুদ মোন্নাফ।
এসময় তিনি আরও বলেন, ‘বর্তমানে কোটার পক্ষে যারা রয়েছে তারা এ প্রজন্মের রাজাকার। তারা মেধার বিরুদ্ধে চক্রান্ত করছে। যদি কোটা সংস্কারে পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ১৯৭১ সালে বঙ্গবন্ধুর মাধ্যমে যে দূর্গ গড়ে তোলা হয়েছিল, আমরাও সে দূর্গ গড়ে তুলবো। আমরা স্বাধীনতা বিরোধী বা মেধা বিরোধীদের কাছে মাথা নত করি নাই, করবোও না।’
‘বর্তমান প্রধানমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কিন্তু কোটাধারীদের কারণে মেধাবীরা যোগ্য স্থানে যেতে পারছে না। ফলে তারা দেশকে ১০০ বছর পিছিয়ে দিচ্ছে।’
এসময় শিক্ষার্থীদের উপর মামলা প্রত্যাহার ও কোটা সংস্কারে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থী মো: হালিমের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ৫ দফা দাবি তুলে ধরা হয়। তাদের দাবিগুলো হলো, ‘কোটা ব্যবস্থা ৫৬ থেকে ১০ শতাংশ করা, যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান করা, একটি পরিবার থেকে একাধিক প্রার্থীকে কোটায় চাকরি না দেওয়া, কোটার জন্য বিশেষ সার্কুলার না দেওয়া, চাকরির ক্ষেত্রে সকলের জন্য অভিন্ন বয়স প্রক্রিয়া প্রণয়ন।’ এসময় প্রায় সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।