লোহিত সাগরে নেমে মা হলেন এক নারী!

সাগরে সন্তান প্রসব করেছেন এক নারী। কথাটি শুনে অবাক হলেও সত্যি। লোহিত সাগরে শিশু জন্ম দেয়া ওই নারী কোন দেশের সেটি জানা যায়নি। তবে তিনি রাশিয়ার বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, ওই নারী সাগরে নেমেছিলেন শুধু সন্তান জন্ম দেয়ার জন্য। এর কিছুক্ষণ পর তিনি একটি শিশুর জন্ম দেন। পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

ওই নারী তার স্বামী ও পানির নিচে শিশু জন্ম দেয়া বিশেষজ্ঞ এমন এক রাশিয়ান ডাক্তারের সহায়তায় মা হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকিনি পড়ে সাগরে যাওয়ার পর ওই নারী শিশুটির জন্ম দেন। অনেক ফেসবুক ব্যবহারকারী পানির নিচে শিশুটির ‘সুন্দর’ ও ‘সহজ’ জন্মদানের প্রশংসা করেছেন।

ফেসবুকে একটি ছবিতে দেখা গেছে, লোহিত সাগরের তীরে পর্যটকদের প্রিয় মিশরীয় দাহাব শহরে ওই শিশুর বাবা শিশুটিকে কোলে নিয়ে রেখেছেন।

ওই ছবিতে আরও দেখা গেছে, শিশুটির নাড়ি একটি প্লাস্টিক কন্টেইনারে রাখা, সেটি গর্ভফুলের সঙ্গে জোড়া লেগে আছে। সেখানকার একটি হোটেলের ব্যালকনি থেকে একজন পর্যটক ওই ছবিগুলো তুলেছেন।

একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, সাগর আজ অনেক লাল ছিল!

এদিকে ওই নারী, তার স্বামী ও সন্তানের নাম জানা যায়নি। আর শিশুটি ছেলে না মেয়ে বা তার অবস্থা কী, সেটাও নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত, মিশরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র শারম এল-শেখের ৫০মাইল উত্তরপূর্বে অবস্থিত দাহাব শহরটি পর্যটকদের বিশেষ করে গর্ভবতীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। অনেক পর্যটকই পানির নিচে শিশু জন্ম দেয়ার জন্য দাহাবে ঘুরতে যাচ্ছেন।