রাজধানীর আদাবর থেকে হিযবুত তাহরীরের সদস্য আটক

রাজধানীর আদাবর থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে আটক করেছে  র‌্যাব-২। তার নাম মো. হামিদুর রহমান ওরফে বাপ্পি (৩৬)।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর আদাবর থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফিরোজ কাউছার শনিবার দুপুরে আটকের বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, বাপ্পি বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সমর্থন, সদস্যপদ গ্রহণ এবং অন্যকেও সংগঠনে যোগদানের জন্য আহ্বান করে আসছিল।  তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা রয়েছে।

র‌্যাবের কর্মকর্তা আরও জানান, জিজ্ঞাসাবাদে আটককৃত বাপ্পি জানিয়েছেন, তারা হিযবুত তাহরীরকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমের পরিকল্পনা করার কাজে তিনি জরিত রয়েছেন। তার কাছে আরও অনেক চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।