বিয়ের আগেই রোগাক্রান্ত দীপিকা, বন্ধ অভিনয় 

রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের তারিখ ঠিক করা হয়েছে দীপিকা পাড়ুকনের। কিন্তু এরই মধ্যে রোগাক্রান্ত হয়ে পড়েছেন তিনি। বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছেন দীপিকা। ভিটামিন ডি থ্রির ঘাটতিজনিত রোগে ভুগছেন তিনি। 

পদ্মাবত ছবির কাজ শেষ করার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন দীপিকা পাড়ুকন। হাড় এবং কাঁধের ব্যথায় ভুগছেন তিনি। চিকিৎসকরা তাকে বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন। ফলে বেশ কিছুদিন বাড়িতে বিশ্রাম নেয়ার পর দীপিকা আপাতত লন্ডনে রয়েছেন। তবে বিয়ের কেনাকাটার জন্যই দীপিকা লন্ডনে গিয়েছেন।

এদিকে দীপিকা পাড়ুকন এবং রণবীর সিংয়ের বিয়ের তারিখ ঠিক করা হচ্ছে। বিয়ের দিনক্ষণ নির্ধারণ করার জন্য ইতিমধ্যেই দীপিকার বাবা-মা বেঙ্গালুরু থেকে গিয়ে মুম্বাইতে অবস্থান করছেন।