ফরিদপুর জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
ফরিদপুরে নানা কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকাল ৮টায় ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সরকারি রাজেন্দ্র কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।
এরপর রাজেন্দ্র কলেজ চত্বরে অস্থায়ীভাবে নির্মিত বেদিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
সেখানে সর্বপ্রথম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার হোসেন এর পক্ষে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, পুলিশ সুপার মো. জাকির হোসেন, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর পৌর সভাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শ্রদ্ধা জানায়।
পুষ্পমাল্য অর্পণ শেষে ওইস্থানে জেলা প্রশাসনের উদ্যোগে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়।