পটুয়াখালীতে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী উদযাপন

পটুয়াখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছে জেলা প্রশাসন,পুলিশ বিভাগ, বিভিন্ন রাজনৈতিক দল,শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বঙ্গবন্ধু স্কোয়ার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিশু একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুনুর রশীদের সভাপতিত্বে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড.মাছুমুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন,জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী আলমগীর,পটুয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এর নুরুল ইসলাম প্রমুখ।