আম্পায়ারে বিতর্কীত সিদ্ধান্তে কুশল পেরেরার সমর্থন

শ্রীলঙ্কার বিপক্ষে টান টান উত্তেজনার ম্যাচে ১ বল হাতে রেখে জয় পেয়েছে বাংলাদেশ। তবে ম্যাচে নো বল নিয়ে বিতর্কটা থেকেই গেলো। শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুশল পেরেরা আম্পায়ারে বিতর্কীত সিদ্ধান্তে সমর্থন করছেন।

ইনিংসের ২০তম ওভারের আম্পায়ার প্রথম বলে ওয়ান-বাউন্সের সংকেত দিলেও পরের বলে সেটিও দেননি। লেগ আম্পায়ার এই ব্যাপারে কর্ণপাত করলেও মেইন আম্পায়ার তাতে সায় দেননি। এই বলে ‘নো বল’ না দিয়ে আম্পায়ার উলটো রান আউট দেন মুস্তাফিজুর রহমানকে। এতেই উত্তপ্ত হয়ে যায় মাঠ, আর ডাগ আউটে থাকা টাইগার শিবির। ক্ষিপ্ত হয়ে উঠে দলের অধিনায়ক সাকিব। এক পর্যায়ে তিনি ক্রিকেটারদের মাঠ ত্যাগের নির্দেশ দেন। এছাড়া এ নিয়ে ম্যাচ রেফারির সঙ্গে বাকবিতণ্ডা হয় বিশ্বসেরা অলরাউন্ডারের।

নো বল নিয়ে দুই দলের ক্রিকেটাররা দুই ধরণের বক্তব্য দিয়েছে। বাংলাদেশ দল বলছে লেগ আম্পায়ার দ্বিতীয় বাউন্সারটির পর নো-বল ডেকেছিলেন। কিন্তু দুই আম্পায়ার আলোচনা করে সে সিদ্ধান্ত বাতিল করেন। তবে শুক্রবার ব্যাট হাতে ৬১ রানের ইনিংস খেলা কুশলের এই বিতর্ক নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমার মনে হয় প্রধান আম্পায়ার প্রথম ডেলিভারিটি বাউন্সার ডাকেন নি। তাই সেটা বৈধ। আমি আম্পায়ারকে এক বাউন্স ডাকতে দেখি নি। এটা পুরোপুরি তাদের সিদ্ধান্ত।’

শুক্রবার প্রেমদাসায় উত্তেজনার পারদ ওঠে চরমে। শ্রীলঙ্কা দেওয়া ১৬০ রানের লক্ষে ব্যাটিংয়ে রোমাঞ্চকর জয় পায় বাংলাদেশ। শেষ তিন বলে ১২ রান করলেন ময়মনসিংহের ৩২ বছর বয়সি ব্যাটসম্যান মাহমুদুল্লাহ। তাঁর মারা একটা চার ও একটা ছয়েই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে উঠে যায় বাংলাদেশ।