হাজার চেষ্টাতেও পানিতে ডুববে না ‘থান্ডার চাইল্ড’!

আয়ারল্যান্ড ভিত্তিক সেফহেভেন ম্যারিন নামক একটি নৌকা নির্মাতা কোম্পানি ‘থান্ডার চাইল্ড’ নামের একটি নৌকা তৈরি করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে নৌকাটি কখনোই ডুববে না। জানা যায়, এক্সএসভি-১৭ নামের ওই নৌকাটি বিরূপ আবহাওয়া কিংবা সাগরের উত্তাল ঢেউ কোন কিছুর কাছেই হার মানবে না।

এ ব্যাপারে নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, কোনো অবস্থাতেই এই নৌকাটি ডোবা সম্ভব নয়। এই নৌকাটি আইরিশ নেভিকে স্বয়ংসম্পূর্ণ করবে বলে মত তাদের। নৌকাটিতে বসার জায়গা রয়েছে ১০ জনের। এক হাজার হর্সপাওয়ার ক্ষমতার দুইটি ইঞ্জিন আছে এতে।

নৌকাটি না ডুবার কারণ হিসেবে নির্মাতা প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ফ্রাঙ্ক কোয়ালস্কি ডেইলি মেইলকে বলেন, এই বোটটি তিনটি বিষয় মাথায় রেখে বানানো হয়েছে। আর তা হলো- অত্যন্ত স্বল্পমাত্রার অভিকর্ষ কেন্দ্র, কেবিনের হালকা ওজন এবং সম্পূর্ণ পানি নিরোধক।

তিনি আরও বলেন, নৌকাটির ভেতরে অবশ্যই প্রচুর পরিমাণে বাতাস ভরা থাকতে হবে। কেননা এই বাতাসই পানিতে নৌকাটির ডুবে যাবার ঘটনাটি রুখবে।