বিমান বিধ্বস্তে নিহত নাবিলা, বাসা থেকে নিখোঁজ এক মাত্র মেয়ে ইনাইয়া

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় ৫০ জনের প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত হন ইউ এস বাংলা এয়ারলাইন্স এর কেবিন ক্রু নাবিলা ফারহিন। দুর্ভাগ্য কারন বশত, প্রতিবারের মত এবারও সে তার এক মাত্র মেয়ে ইনাইয়া ইমামকে কাজের বুয়ার কাছে রেখে যায়। দুর্ঘটনার পর থেকে নাবিলার মেয়ে ও বুয়ার কোন খোঁজ পাচ্ছেন না পরিবারের লোকজন। 

প্রতিবারই ফ্লাইট এ যাওয়ার আগে ২ বছরের মেয়েকে কাজের বুয়ার কাছে রেখে যায় নাবিলা। দুঃসংবাদ হচ্ছে আজ বিমান ক্রাস করার সংবাদ শুনে কাজের বুয়া মেয়েটি কে চুরি করে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা করে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানা থেকে কোন প্রকার খবর পাওয়া যায়নি। মেয়েটির চাচা বাবুলের সাথে ফোনালাপে জানা যায়, তারা অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছে, তবে এখন পর্যন্ত তার কোন প্রকার সন্ধান পাওয়া যায়নি। পুলিশ মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

যদি আপনারা কেউ বাচ্চাটিকে কোথাও দেখেন দেখেন বা খুঁজে পান তাহলে নিকটস্থ থানায় / 999 অথবা ওর বড় চাচা (বাবলু 01917336340) এর সাথে যোগাযোগ করে দ্রুত বিষয়টি জানাতে অনুরোধ করা হচ্ছে।