পর্ন ইন্ডাস্ট্রিতে রাখির ফোন নম্বর ফাঁস করলেন সানি!

রাখি সাওয়ান্তের ফোন নম্বর ফাঁস করলেন সানি লিওন। সানি লিওনের বিরুদ্ধে এমনি অভিযোগ আনলেন রাখি।রাখির দাবি, লস অ্যাঞ্জেলসের পর্ন ইন্ডাস্ট্রিকে তার ফোন নম্বর ফাঁস করেছেন সানি। আর এই কারণেই নাকি অ্যাডাল্ট সিনেমায় অভিনয় করার জন্য ডাক পাচ্ছেন রাখি। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমকে দেওয়া একটি সাক্ষাৎকারে সানির বিরুদ্ধে এমন অভিযোগ আনলেন তিনি।

রাখি জানান, অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে একের পর এক ফোন ও মেসেজ পাচ্ছেন তিনি। এছাড়াও নাকি রাখির ভিডিও এবং মেডিক্যাল সার্টিফিকেট চাওয়া হচ্ছে পর্ন জগত থেকে। এরপর সানির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে রাখি বলেন, এই কাজটি করেছেন সানি লিওন। তার ফোন নম্বর জোগাড় করে তা সানি ফাঁস করে দিয়েছেন পর্ন ইন্ডাস্ট্রিতে।

বলিউডের আলোচিত অভিনেত্রী বলেন, ‘পর্ন সিনেমা ইন্ডাস্ট্রিতে আমার ফোন নম্বর দিয়েছেন সানি লিওন। সেখানকার লোকজনের কাছ থেকে নিয়মিত ফোন ও মেসেজ পাচ্ছি আমি। তারা আমার ভিডিও এবং মেডিকেল সার্টিফিকেট চাইছেন। এমনকি আমাকে মোটা অঙ্কের টাকার প্রস্তাবও দেওয়া হয়েছে। কিন্তু এমন কাজ করার জন্য উৎসাহী নই। দরকার হলে আমি মরে যাব, তাও এমন জঘন্য জগতে কাজ করবো না। আমি একজন ভারতীয় নারী, আমি আমার দেশের মূল্যবোধ জানি।’

রাখি আরও জানান, তাদের কাছে নাকি তিনি জানতে চেয়েছেন, তারা তার ফোন নম্বর কীভাবে পেয়েছেন। তখন নাকি সেখান থেকে জবাব আসে, সানি লিওনের মাধ্যমে তারা রাখির নম্বর পেয়েছেন। রাখি এও জানান, সানি নাকি অপরিচিত নম্বর থেকে ফোন করে তাকে জিজ্ঞেস করেছেন, তার হিংসা হচ্ছে কিনা! রাখির দাবি, তিনি কাউকে হিংসা করেন না। বলিউডে অসংখ্য ভালো কাজ করেছেন বলে দাবি করেন রাখি। পরিবারের সঙ্গে বসে তার কাজ দেখতে পারে দর্শক। এখন রাখির একটিই আশঙ্কা, আর নাম ও ফোন নম্বরের কোন অপপ্রয়োগ যেন না করা হয়!