খোঁজ পাওয়া গেছে নাবিলার মেয়ে ইনাইয়ার

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় ৫০ জনের প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত হন ইউ এস বাংলা এয়ারলাইন্স এর কেবিন ক্রু নাবিলা ফারহিন। দুর্ভাগ্য কার্বন বশত, প্রতিবারের মত এবারও সে তার এক মাত্র মেয়ে ইনাইয়া ইমামকে কাজের বুয়ার কাছে রেখে যায়। দুর্ঘটনার পর থেকে নাবিলার মেয়ে ও বুয়ার কোন খোঁজ পাওয়া না গেলেও আজ সকালে খোঁজ মিলল দুজনের।

প্রতিবারই ফ্লাইট এ যাওয়ার আগে ২ বছরের মেয়েকে কাজের বুয়ার কাছে রেখে যায় নাবিলা। দুঃসংবাদ হচ্ছে আজ বিমান ক্রাস করার সংবাদ শুনে কাজের বুয়া মেয়েটি কে চুরি করে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে উত্তারা পশ্চিম থানায় মামলা করে। পরবর্তীতে নিখোঁজ মেয়ের খোঁজ পাওয়া গেছে। শিশুটি বর্তমানে তার নানীর বাসায় রয়েছে বলে জানিয়েছে পুলিশ। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য জানান।

অভিযোগের প্রেক্ষিতে ওই গৃহকর্মীকে আটক করে পুলিশ। গৃহকর্মীর দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায় শিশুটিকে তার খালা নিয়ে গিয়েছেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিশুটির খোঁজ পাওয়ার খবর নিশ্চিত করে বলেন, ‘প্লেনটি বিধ্বস্ত হওয়ার পর কেবিন ক্রু নাবিলার দুই বছরের মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না তার স্বজনরা। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আমরা রাতে গৃহকর্মীকে তার নিজ বাসা তুরাগ এলাকা থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করি। পরে গৃহকর্মীর দেয়া তথ্যের ভিত্তিতে শিশুটিকে তার এক খালা নানীর বাসায় নিয়ে গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। শিশুটিকে উদ্ধারের জন্য তার নানীর বাসায় যাচ্ছে পুলিশ।