কাঠমান্ডুর পথে ইউএস-বাংলার বিশেষ বিমান
নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় আহত-নিহত যাত্রীদের স্বজনদের নিয়ে একটি বিশেষ বিমান কাঠমান্ডুর পথে রওনা হয়েছে। ইউএস বাংলার বিশেষ বিমানটি মঙ্গলবার সকাল ৯টা ২ মিনিটে কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছেড়েছে।
বিমানটিতে ইউএস বাংলার ৭ কর্মকর্তাও রয়েছেন। সোমবার বিমান বিধ্বস্ত হওয়ার পরই ইউএস বাংলার পক্ষ থেকে জানানো হয়েছিল তারা কাঠমান্ডু যাওয়ার চেষ্টা করছেন। তবে গতকাল দুর্ঘটনার পর ত্রিভূবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরে অবশ্য বিমানবন্দর খুলে দেয়া হয়।
অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন contact@dailymail24.com