ইরানে বিধ্বস্ত তুর্কি প্রাইভেট বিমান, নিহত ১১

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তুরস্কের প্রাইভেট বিমান বিধ্বস্ত ১১ আরোহীর সকলেই প্রাণ হারিয়েছে। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে।

তুরস্ক ও ইরানের কর্মকর্তারা বলেন, বিমানটিতে আট যাত্রী ও তিন ক্রু ছিল। শনিবার সন্ধ্যায় শারজাহ ইস্তাম্বুল যাওয়ার পথে জাগরোস পর্বতমালায় বিমানটি বিধ্বস্ত হয়।

তুরস্কের গণমাধ্যমে বলা হয়েছে, যাত্রীদের মধ্যে তুরস্কের শীর্ষস্থানীয় ব্যবসায়ীর মেয়ে মিনা বাসারান ছিলেন। অপর সাত যাত্রী তার বান্ধবী। তারা মিনার বিয়ে উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিল। নিহত ক্রুদের মধ্যে দুজন ছিল পাইলট। ক্রু সকলেই নারী। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]