শ্রীলঙ্কার পুত্তলামে আবারও মুসলিম রেস্তোরাঁয় হামলা

শ্রীলঙ্কার পুত্তলাম জেলার আনামাদুয়া শহরের মুসলিম রেস্তোরাঁয় নতুন করে হামলা চালানো হয়েছে। দেশটির রাজধানী কলম্বো ১৩০ কিলোমিটার দূরত্বের এ শহরটিতে পুলিশের নিরাপত্তা থাকার পরেও রোববার সময় সময় ভোর চারটায় এ হামলাটি ঘটে।

এদিকে, দেশটির প্রেসিডেন্ট মৈথ্রিপালা সিরিসেনার মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে তদন্ত কমিটি গঠনের একদিন পরই এ হামলা হয়েছে। দেশটির প্রায় ২ কোটি জনসংখ্যার ১০শতাংশ মুসলিম। এরফলে নতুন করে এ হামলার ফলে আবারো উদ্বেগ সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে মুসলিমদের ওপর এ হামলার কারণে গত সপ্তাহ থেকেই দেশটিতে জরুরি অবস্থা চলছে। এছাড়াও কান্দিতে হামলার কারণে এ পর্যন্ত মোট ১৪৬ জনকে জড়িত সন্দেহে আটক করেছে সরকার। এছাড়াও মুসলিমদের ওপর এ হামলার কারণে দেশটিতে ফেসবুকসহ সকল সামাজিক যোগাযোগমাধ্যমও বন্ধও করে দেয় দেশটির সরকার।