ফরিদপুরে সমাজসেবা অধিদপ্তরের সেবার মান উন্নয়নে ই-গণশুনানী

ফরিদপুরে সমাজসেবা অধিদপ্তরের সেবার মান উন্নয়নে ই-গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বরিবার দুপুর ১২টায় এ গণশুনানী অনুষ্ঠানে সেবা গ্রহিতাদের কথা শুনেন সমাজসেবা অধিদপ্তরের মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) গাজী মোঃ নুরুল কবীর। তিনি এসময় ফরিদপুর সদর উপজেলার সাধারণ জনগণের মধ্যে মাচ্চর ইউনিয়নের মোঃ আবু ইউনুস, সফুরা বেগম, আব্দুল জলিল মৃধাসহ প্রায় ১০ জন সেবা গ্রহিতা কথা বলেন।

ই-গণশুনানী ঢাকার আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এটার আয়োজন করেন ফরিদপুর জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান, জেলা সমাজসেবা কর্মকর্তা এএসএম আলী আহসান, উপজেলা সমাজসেবা মোঃ মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি