ফরিদপুরের নগরকান্দার এম এন একাডেমীর অভিভাবক সমাবেশ

ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের এতিহ্যবাহী এম এন একাডেমী ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়নের লক্ষে অভিভবাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মার্চ) সকাল ১১ টায় এম এন একাডেমী চত্বরে এম এন একাডেমীর ছাত্র-ছাত্রীদের লেখপড়ার মানউন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন এম এন একাডেমীর প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পরিমল চন্দ্র মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি সরদার মোস্তফা শাহীন, নগরকান্দা পৌরসভার মেয়র রায়হানউদ্দীন মিয়া, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমান, নগরকান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ মোর্তুজা আহসান।

এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, এম এন একাডেমীর ম্যানেজিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক,জালালউদ্দীন নান্টু, নিমাই চন্দ্র সরকার, ইয়াদ আলী, অভিভাবক মেহেদী হাসান কেরামত,এমদাদ মিয়া,ইলিয়াছ হোসেন,ইমরুল কবির, প্রভাষক শাহ আলম মোল্লা,শিক্ষার্থী সাদমান হাফিজ,সময় মন্ডল,জুয়ারিয়া প্রমূখ। বক্তারা শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এম এন একাডেমীর শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন।

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি।