শ্যামনগরে ৭ই মার্চ স্বরণে আলোচনা সভা
বুধবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঢাকা রেসকোর্স ময়দানের ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ স্বরণে এক আলোচনাসভার আয়োজন করা হয়।
আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। প্রধান অতিথি বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়ন সহ জাতির পিতার উন্নয়ন মুলক কর্মকান্ড তুলে ধরেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মুহাঃ আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে প্রধান অতিথি জাতীয় পতাকা তুলে দেন।
রনজিৎ বর্মন, শ্যামনগর প্রতিনিধি