বান্দরবানে পরিবার পরিকল্পনা মেলা শুরু

বান্দরবানে নানান আয়োজনের মধ্যদিয়ে ২দিন ব্যাপী পরিবার পরিকল্পনা মেলা শুরু হয়েছে। বুধবার সকালে শহরের রাজার মাঠের সামনে মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

এসময় অন্যদের মধ্যে জেলা প্রশাসক আসলাম হোসেন, বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর সভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার (আইইএম ইউনিট) সহকারী পরিচালক আলাউদ্দিন আল আজাদ, জেলা উপ-পরিচালক ডা. অংচালু, ডেপুটি সিভিল সার্জন ডা: তাহমিনা শবনাম সোবাহান সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তার আগে জেলা প্রশাসন চত্বর থেকে “পরিকল্পিত পরিবারে গড়বো দেশ, উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান শহরে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে রাজার মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। ব্যানার প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে নিয়ে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারীরা র‌্যালীতে অংশ নেন। পরে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা’র নেতৃত্বে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলাটি আগামী ৮ই মার্চ পর্যন্ত চলবে।

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি