পঞ্চগড়ে ফিলিং স্টেশনের ছাদে ধ্বসে নিহত ৩, আহত ৫

পঞ্চগড় সদরে নির্মাণাধীন একটি ফিলিং স্টেশনের ছাদ ধ্বসে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরও পাচঁজনকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও বেশ কয়েকজন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

বুধবার বেলা দেড়টার দিকে সদরের ধাক্কামারা ইউনিয়নের ঢাকা-পঞ্চগড় সড়ক সংলগ্ন খানপুকুর এলাকায় এই ঘটনা ঘটে।

পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হাসান সরকার ফিলিং স্টেশনের ছাদ ধ্বসে এ পর্যন্ত তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজদের উদ্ধার কাজ চলছে এখনো।

অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় জেলা প্রতিনিধি