গাজীপুরে জেএমবির এক সদস্য গ্রেপ্তার

গাজীপুরে জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার হওয়া জেএমবি সদস্যের নাম রাশেদ ওরফে মো. রাফিউল ইসলাম ওরফে লিখন (২০)।মঙ্গলবার রাতে নগরীর বোর্ড বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাফিউল ইসলাম বগুড়ার শাহজাহানপুর উপজেলার সোনাইদিঘী গ্রামের আব্দুর রশিদের ছেলে। র‌্যাব-২ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি মো. ফিরোজ কাউছার জানান, গত ১২ ফেব্রুয়ারি ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সোনালী ব্যাংক মোড় থেকে জেএমবির দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। এসময় তাদের কাছ থেকে দশীয় অস্ত্র, জঙ্গিবাদী বই ও বৈদেশিক মুদ্রাজব্দ করা হয়।

তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগরীর বোর্ডবাজার থেকে লিখনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে লিখন জানিয়েছে, ২০১৬ সালের ডিসেম্বর মাসে ইসমাইল নামে এক ব্যক্তির সাহচর্যে জেএমবির সদস্য হন তিনি।