খালেদার মুক্তির দাবিতে ঢাকা সহ সারা দেশে বিএনপির কর্মসূচি পালন

দুর্নীতি মামলায় দণ্ডিত দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। আজ বৃহস্পতিবার ঢাকা সহ সারা দেশে এ কর্মসূচি পালন করা হবে। কেন্দ্রীয়ভাবে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে পালিত হচ্ছে এ কর্মসূচি।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় পূর্বঘোষিত কর্মসূচি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় শুরু হয়েছে। অবস্থান কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান বরকউল্লাহ বুলু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত আছেন।

গত মঙ্গলবার নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি পালনের কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সেখানে রিজভী বলেন, ‘আমরা বৃহস্পতিবার প্রেস ক্লাবোর সামনে বেলা ১১ টা থেকে ১২ টা এক ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করবো। এ বিষয়ে পুলিশকেও অবহিত করা হয়েছে। আমরা নয়াপল্টনে কর্মসূচি পালন করতে চেয়েছিলাম কিন্তু প্রশাসন বলেছে নয়াপল্টন নয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করতে।’