বেগম জিয়ার মুক্তির দাবিতে ঝালকাঠিতে বিএনপির মানববন্ধন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছে জেলা বিএনপি। আজ মঙ্গলবার সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিস সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন দলের কর্মীরা। মানববন্ধনে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি প্রমুখ। বক্তারা খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নামে মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহারের দাবি জানান বিএনপি নেতারা।
অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]