বিএনপির ৭৬ জন নেতাকর্মীর জামিন

ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় গাড়ি ভাঙচুর ও নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও বিএনপি নেতা এবি সিদ্দিকুর রহমানসহ ৭৬ জনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। ৫ মার্চ, সোমবার এ বিষয়ে পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি করে হাইকোর্টের পৃথক দুটি বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে খায়রুল কবির খোকনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেটমাসুদ রানা। আর এবি সিদ্দিকুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীদের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামলসহ অন্যান্য আইনজীবী। ময়মনসিংহ সদর থানার একটি মামলায় ১২ জন আসামির অপর একটি আবেদনের ওপর শুনানি করেন অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ।

পরে আদালত থেকে বেরিয়ে আইনজীবী মাসুদ রানা জানান, পাঁচ মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। মাসুদ রানা আরও জানান, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে কেন্দ্র করে গত ৮, ১০ ও ২৪ ফেব্রুয়ারি রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় নাশকতার অভিযোগ এনে খায়রুল কবির খোকনের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করে পুলিশ। ওই পাঁচ মামলায় হাইকোর্টে হাজির হয়ে তিনি আগাম জামিন প্রার্থনা করলে শুনানি শেষে আদালত তার আবেদন মঞ্জুর করেন।

এদিকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবি সিদ্দিকুর রহমান, নান্দাইল পৌরসভার মেয়র আজিজুল ইসলাম টিকলু, পাগলা থানার সাধারণ সম্পাদক শেখ মো. ইছাহাক, গফরগাঁও যুবদলের সভাপতি সরদার খুররম, সেক্রেটারি শেখ মো. ইসহাক আহমেদ, পাগলা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন ছাড়াও ওই এলাকার মোট ৭৫ জন বিএনপি নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত।

গত ৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান।