ধর্ষণ চেষ্টা মামলায় ওসির বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
জয়পুরহাটের আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলামের বিরুদ্ধে এক নারীর দায়ের করা ধর্ষণ চেষ্টা মামলায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলা শিশু ও নারী নির্যাতন দমন আদালতের বিচারক বেগম মমতাজ পারভীন এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ৫ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে দাম্পত্য ও পারিবারিক বিরোধ নিষ্পত্তির জন্য ওই নারী আক্কেলপুর থানায় আসেন। এ সময় মামলায় সুবিধা দেওয়ার কথা বলে ওসি সিরাজুল ইসলাম তাকে কুপ্রস্তাব দিয়ে তার হাত ধরে টানাটানি করতে থাকেন। এ অবস্থায় ওই নারী থানা চত্বর ত্যাগ করার পর মঙ্গলবার দুপুরে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা দায়ের করেন।
অভিযোগে ওই নারী জানান, ওসি তাকেসহ বিভিন্ন নারীদের এ ধরনের যৌন হয়রানি করে আসছেন। তিনি ওসি সিরাজুল ইসলামের শাস্তি দাবি করেন। মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন বিচারক বেগম মমতাজ পারভীন।
জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি আইনজীবী (পিপি) নৃপেন্দ্রনাথ মন্ডল মামলার বিষয়টি নিশ্চিত করেন। তবে ঘটনা অস্বীকার করে এ ব্যাপারে তেমন কিছু জানা নেই বলে জানান আক্কেলপুর থানার অভিযুক্ত ওসি সিরাজুল ইসলাম।