খালেদার মুক্তির দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির মানববন্ধন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা বিএনপির কার্যলয়ের সামনে মানববন্ধন চলাকালে পুলিশের হামলার অভিযোগ পাওয়া গেছে। মানববন্ধন শেষ হওয়ার পূর্বেই পুলিশি হামলায় তা পন্ড হয়ে যায় বলে জানা যায়।

ভাঙ্গা উপজেলা বিএনপির উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভাঙ্গা কোর্ট পাড় খন্দকার টাওয়ারের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।পুলিশী হামলার মুখে এতে নেতৃত্ব দেন, ফরিদপুর-৪ আসনের সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ও ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম ওয়াদুদ, সহ-সভাপতি সৈয়দ সদরুজ্জামান নাফিস, উপজেলা যুগ্ন-সম্পাদক কে এম আলমগীর, তথ্য সম্পাদক হাদিউজ্জামান খান রাজু, সহ-সাংঠনিক সম্পাদক নাজমুল হাসান,সহ-সম্পাদক ইদু মাতুব্বর, সহ-সম্পাদক মিজান মুন্সী, আলগী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন-সম্পাদক মুন্সী সুমন ভুলু, আজিম নগর ইউনিয়ন ছাত্রদল সভাপতি কামরুল হাসান, যুবদল নেতা ইমদাদ মোল্লা, ছাত্রদল নেতা প্রিন্স মুন্সী, ছাত্রদল নেতা রামীম মোল্লা, এলেম, সাব্বির হোসেন জাবেদ, রামিম মাতুব্বর, সুমন মোল্লাসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ।

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি