আজ শিলা বৃষ্টির সম্ভাবনা আছে

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ট পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে, ঢাকাসহ কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও শিলা বৃষ্টিও হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশের অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল (সোমবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ৩৫.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়া ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। আজ (মঙ্গলবার) ঢাকায় সূর্যোদয় হয়েছে ৬টা ১৭ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪ মিনিট।