‘আইনজীবী পরিবর্তন না করলে হয়ত বেগম জিয়া মুক্তি পাবেন না’
দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে প্রায় এক মাস ধরে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘আইনজীবী পরিবর্তন না করলে হয়ত বেগম জিয়া মুক্তি পাবেন না। কারণ তার আইনজীবী বলেছেন, বেগম খালেদা জিয়া কারাগারে থাকায় প্রত্যেক দিন বিএনপির লাখ লাখ ভোট বাড়ছে।’
সোমবার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএসএমএমইউ এর বি ব্লকের শহীদ ডা. মিলন হলে সদ্য প্রয়াত উপ-উপাচার্য (শিক্ষা) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া (স্বপন) এর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাসিম। বিএনপিকে উদ্দেশ্য করে নাসিম বলেন, ‘আওয়ামী লীগ ফাঁকা মাঠে খেলতে চায় না। আওয়ামী লীগ চায়, আগামী জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করুক। আশা করি, বিএনপি মাঠ ছেড়ে যাবে না।’
ডা. জাকারিয়া স্বপনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘জাকারিয়া স্বপন ছিলেন তরুণ, উদ্যমী চিকিৎসক নেতা। বিএসএমএমইউয়ের উন্নয়নে তিনি আজীবন কাজ করে গেছেন। পরিশ্রম করেছেন। জাকারিয়া স্বপন-এর মতোই উদ্যমী হয়ে বিএসএমএমইউকে এগিয়ে নিতে হবে। উপমহাদেশের অন্যতম গবেষণাধর্মী, মানসম্মত চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিতে হবে। সবাই মিলেমিশে এ বিশ্ববিদ্যালয়কে রক্ষা করতে হবে এবং ভাবমূর্তি উজ্জ্বল রাখতে হবে।’
ঐতিহাসিক ৭ মার্চ প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, ‘১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে দেয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ছিল তার সমগ্র জীবনের শ্রেষ্ঠ ভাষণ। লাখ লাখ বাঙালি সেদিন মন্ত্রমুগ্ধের মতো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনেছিলেন।’
স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। স্মরণসভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।