প্রধানমন্ত্রীর নির্দেশ; ঢাকা আনতে সিলেট যাচ্ছে হেলিকপ্টার

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদযালয়ে ছুরিকাঘাতে আহত বিশিষ্ট লেখক অধ্যাপক ড. জাফর ইকবালকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল’এ (সিএমএইচ) নিয়ে আসা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই তাকে ঢাকা আনা হচ্ছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এ শিক্ষককে নিয়ে আসতে হেলিকপ্টার পাঠানো হচ্ছে।

আজ শনিবার রাত ৮টায় এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ড. এহতেশামুল হক চৌধুরী দুলাল।

উল্লেখ্য, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্ত। এ ঘটনায় এক জনকে আটক করেছে ছাত্ররা। আজ শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে শাবিপ্রবি ক্যাম্পাসের ভিতরেই এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ড. মুহম্মদ জাফর ইকবালকে সিলেটের ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে মুক্তমঞ্চ এলাকায় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে ড. জাফর ইকবলের মাথায় আঘাত করা হয়। তবে সঙ্গে সঙ্গে হামলাকারীকে আটক করা হয়েছে। হামলাকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাকি বহিরাগত তা এখনও নিশ্চিত করা যায়নি।