ইনজুরিতে পড়েছেন টেলর, ফিরেছেন অধিনায়ক উইলিয়ামসন

ইনজুরিতে পড়েছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলর। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে তার মাঠে নামা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। উরুর সমস্যায় ভুগছেন তিনি। অন্যদিকে, দলে ফিরেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন।

এর আগে, প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন তিনি। এদিকে তৃতীয় ওয়ানডের আগে তাকে পুরোপুরি ফিট বলে ছাড়পত্র দেওয়া হলেও শনিবার আরো একবার তার অ্যাসেসমেন্ট করা হবে।

তবে, শনিবারের ম্যাচে টেলর ও উইলিয়ামসন উভয়েই খেলতে পারবেন বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনার। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি জয় পায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে বেন স্টোকসের অলরাউন্ড নৈপূণ্যে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। ওয়েলিংটনে শনিবার সিরিজের ‍তৃতীয় ওয়ানডেতে ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-ইংল্যান্ড।