শ্যামনগরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার দুই দিন ব্যাপী আন্তঃস্কুল বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা -৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। প্রধান অতিথি বক্তব্যে বলেন ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেটি উপজেলা পর্যায় থেকে এ মেলার মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা চলছে। তিনি বলেন প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় বিজ্ঞানের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি সকলকে প্রধানমন্ত্রীর আদর্শকে অনুসরণ করার আহব্বান জানান।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামানের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমুখ। মেলায় ৩২টি স্টল বসেছে। দিনব্যাপী মেলায় বির্তক প্রতিযোগিতা, কুইজ সহ অন্যান্য শিক্ষামুলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। বেসরকারী সংগঠন লির্ডাস বিজ্ঞান শিক্ষার উন্নয়নে মেলার বিভিন্ন বিষয়ে সহায়তা করছেন বলে মেলা কতৃপক্ষ জানান।

রনজিৎ বর্মন, শ্যামনগর প্রতিনিধি