কাদার পরোয়া না করেই মাছ ধরতে নেমে গেলেন নায়ক!
বর্তমানে কিশোরগঞ্জে নিজের বাড়িতে অবস্থান করছেন ঢালিউড নায়ক সাইমন সাদিক। ছবির কোনো কাজে নয়, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতেই তার এ সফর।
বেশ আনন্দে সময় কাটছে তার। ছবির শ্যুটিংকে ছুটি জানিয়েছেন কয়েকদিনের জন্য। তাই বলে কি বসে থাকবেন? কাদার পরোয়া না করেই নায়ক নেমে গেলেন মাছ ধরতে!
অভিনয় শুধু নয়, তিনি যে মাছ ধরাতেও ভালোই দক্ষ তার প্রমাণও দিয়েছেন। সাইমন ফেসবুকে বেশ কয়েকটি ছবি দিয়ে লিখেছেন, আইন মাচ মারি!!! (আসুন মাছ ধরি)
অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]