ভারতে আকস্মিক দুর্ঘটনায় স্কুলের ৯ শিক্ষার্থী নিহত, আহত ১০

ভারতের বিহারে গতকাল শনিবার একটি দ্রুতগড়ির গাড়ি স্কুলের ভেতর আকস্মিকভাবে ঢুকে পড়লে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় স্কুলের ৯ শিক্ষার্থী নিহত এবং ১০ জন আহত হয়েছে। 

আহিয়াপুর সরকারি স্কুল ছুটির পর স্কুল শিক্ষার্থীরা বের হয়ে রাস্তা পার হওয়ার সময় আকস্মিকভাবে একটি চলন্ত জিপ গাড়ি তাদের চাপা দিলে দুর্ঘটনা ঘটে। আহতদের মুজাফফরনগরের শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর গাড়ির চালক পালিয়ে যায়। বিহার সরকার নিহত শিক্ষার্থী পিছু ৪ লাখ রুপি করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা বিবেক কুমার জানান, ঘটনাটি ঘটেছে বিহারের মুজাফফর নগরের আহিয়াপুর-ঝাপাহ এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই সময় স্কুল ছুটি হয়েছে। শিক্ষার্থীদের অনেকেই বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারা বাইরে আসছিল। এসময় একটি গাড়ি দ্রুত এসে তাদের ওপর দিয়ে চলে যায়। এরপর দেয়াল ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে। ঘটনায় স্কুল চত্বরে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

বিহারের রাষ্ট্রীয় জনতা দলের নেতা লালু প্রসাদ যাদব পুত্র তেজস্বী যাদব সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের জীবন কেড়ে নেওয়া জিপটি বিহার রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের। গাড়িটিতে বিজেপির ব্যানার ছিল।

ঘটনার পর ঘটনাস্থল এবং হাসপাতালে তেজস্বী যাদব। তিনি আহত রোগী ও নিহত শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন।