ত্রিশ দিনে দেয়া হবে সংশোধিত পরিচয়পত্র

জাতীয় পরিচয়পত্র সংশোধনের বিড়ম্বনা দূর করতে কার্ড ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহারের সিদ্ধান্ত, ৩০ দিনে দেয়া হবে সংশোধিত পরিচয়পত্র।

নির্বাচন কমিশনের অনুসন্ধান কেন্দ্রের সামনে প্রতিদিন বহু আবেদনকারী তাদের কার্ডের অগ্রগতি জানতে ভিড় জমান। সময় মতো কার্ড না পেয়ে গ্রাহকরা যেমন তাদের প্রয়োজনীয় কাজ সারতে পারছেন না, তেমনি বারবার নতুন তারিখ দেয়ায় বিড়ম্বনার মাত্রা বেড়ে চলেছে।

এই বিড়ম্বনা থেকে মুক্তি দিতে, এবার নির্বাচন কমিশন দ্রুততম সময়ের মধ্যে কার্ড ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার শুরু করতে যাচ্ছে। এরই মধ্যে সফটওয়্যারটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা শুরু হয়েছে।

আবেদনপত্র যাচাই বাছাই করতে প্রতিটি পর্যায়ে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়ায় পুরো প্রক্রিয়াটি জবাবদিহিতার মধ্যে আসবে বলে মনে করেন এনআইডির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।

সফটওয়্যারটির ব্যবহার পুরোপুরি শুরু হলে আবেদনকারীর কাগজপত্র ঠিক থাকলে ৩০ দিনের মধ্যেই সংশোধিত পরিচয়পত্র দেওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।