যৌন হেনস্থার অভিযোগ পাপনের বিরুদ্ধে! 

রিয়্যালিটি শোয়ের দোলের জন্য স্পেশাল একটি এপিসোডের শ্যুটিং হচ্ছিল। সেখানেই সবাই রং খেলায় মত্ত ছিলেন। পাপনের ফেসবুকে যে ভিডিও দেখা যাচ্ছে, সেখানে হঠাৎই পাপনকে দেখা যায় মহিলা প্রতিযোগীকে চুমু খেতে।

সেই চুমু খাওয়ার ঘটনাকে কেন্দ্র করেই  গায়কের বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার জন্য লিখিত অভিযোগ দায়ের করেন সুপ্রিম কোর্টের উকিল রুনা ভূয়ান। অভিযোগের ভিত্তিতে পকসো আইনে পাপনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

এই ঘটনার প্রসঙ্গে পাপনের আইনজীবী জানিয়েছেন, এই ঘটনার জন্য খুবই দুঃখিত পাপন। এমনকি তিনি মানসিক অশান্তিতেও রয়েছেন। কোনও অসৎ উদ্দেশে তিনি এই কাজটি করেননি।

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে 40টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে দিসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পাপনের অনুগামীরা।