রোহিঙ্গা ক্যাম্পে বন্যহাতির হামলা, নিহত ১ আহত ৫
বন্যহাতির হামলায় কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গাদের ক্যাম্পে একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। কুতুপালং মধুরছড়া এলাকার ৬ ও ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বৃহস্পতিবার এ হামলা হয় বলে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিকারুজ্জামান চৌধুরী জানান।
নিহত মোহাম্মদ রোমান (১০) ছিলেন মধুরছড়া এলাকার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
ইউএনও নিকারুজ্জামান বলেন, চার-পাঁচটিটি বন্যহাতি হঠাৎ হামলে পড়ে। এ সময় হাতির আক্রমণে এক রোহিঙ্গা ঘটনাস্থলে মারা যায়। আর তাড়াহুড়ো করে পালাতে গিয়ে আহত হয় পাঁচজন। হাতি ভাংচুর করে অন্তত ৩০টি ঘর।
আহতদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ইউএনও নিকারুজ্জামান।