ফরিদপুরে তিন দিনের বইমেলা উদ্বোধন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ফরিদপুরে তিন দিনের বইমেলা শুরু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় শহরের কবি জসীমউদ্দীন হল চত্বরে এ মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

প্রধান অতিথি বলেন, ‘বই জ্ঞানের প্রতীক। বই পাঠ আমাদের সমৃদ্ধ করে।’ তিনি বলেন,’নিজ ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম ভালোবাসা না থাকলে প্রকৃত জ্ঞান অর্জন সম্ভব নয়।’

ফরিদপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরাদুল হক, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. জামাল পাশা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা প্রমুখ।

মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫টি স্টল রয়েছে। আগামীকাল শুক্রবার তিন দিনের এ বইমেলা শেষ হচ্ছে।

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি