গৌতায় সন্ত্রাসী তৎপরতার প্রতি পাশ্চাত্যের নীরবতায় দামেস্কর সমালোচনা
সিরিয়ার গৌতা এলাকায় সন্ত্রাসীদের তৎপরতার প্রতি আমেরিকা এবং ইউরোপের সমর্থনের কঠোর সমালোচনা করেছে দামেস্ক। কয়েক হাজার সন্ত্রাসীকে রক্ষা করতে যেয়ে দামেস্কের প্রায় ৮০ লাখ মানুষের জীবনকে বিপন্ন করে তোলার তৎপরতা মেনে নেয়া যায় না বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার- আল- জাফরি।
সিরিয়ার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ভাষণ দেয়ার সময় এ সব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, পূর্বাঞ্চলীয় গৌতার সন্ত্রাসীগোষ্ঠীগুলো দৈনিক দামেস্ক লক্ষ্য করে শত শত রকেট এবং মর্টার শেল নিক্ষেপ করছে। এতে সিরিয়ার রাজধানীর নিরীহ অনেক মানুষ হতাহত হচ্ছে। পূর্বাঞ্চলীয় গৌতার এ সব গোষ্ঠীকে নিরাপত্তা পরিষদ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে বলেও জানান তিনি।
সন্ত্রাসীদের হামলায় দামেস্কে নিরীহ মানুষ হতাহত হওয়ার বিষয়ে আমেরিকা এবং তার ইউরোপীয় এবং পারস্য উপসাগরীয় মিত্রদের নীরবতায় বিস্ময়ও প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, পূর্বাঞ্চলীয় গৌতার কয়েক হাজার সন্ত্রাসীর কারণে দামেস্কের ৮০ লাখ মানুষ অব্যাহত হুমকির মুখে পড়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, সিরিয়ার রাজধানীর নিরাপত্তার বিষয়ে মাথা না ঘামিয়ে বরং এসব সন্ত্রাসীকে নিয়ে পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করছে।
তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশকে মার্কিন জোটের সহায়তা দেয়ার কথাও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, নিজেদের লক্ষ্য হাসিলের জন্য প্রক্সিযুদ্ধ বাদ দিয়ে এখন তারা সিরিয়ার বিরুদ্ধে সরাসরি আগ্রাসনে নেমেছে।