‘অর্থপাচারের বিষয়ে দুদক ও বাংলাদেশ ব্যাংক কাজ করছে’

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ব্যাংকিং খাতে ঋণ অনিয়ম অনেক দেশেই হয়। আমাদের এখানেও হচ্ছে। তবে ব্যাংক খাত নিয়ে সতর্ক থাকতে হবে। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিজিএমই আয়োজিত ‘তৈরি পোশাক শিল্পের সম্প্রসারণ এবং সহজীকরণ’ শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যদিও এ খাত (ব্যাংক খাত) নিয়ে অর্থমন্ত্রীর কথা বলার কথা। তারপরও সরকারে আছি, তাই আমাদেরও কথা বলতে হয়। আমরা আশা করব, অর্থ মন্ত্রণালয় ব্যাংক খাত নিয়ে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করবে।

অর্থপাচার বিষয়ে অপর প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, এটা মানিলন্ডারিংয়ের বিষয়ে। অর্থপাচারের বিষয়ে দুদক ও বাংলাদেশ ব্যাংক কাজ করছে। অর্থপাচার বিষয়ে পানামা পেপারস ও বিভিন্ন গণমাধ্যমে যাদের নাম পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে দুদক ও বাংলাদেশ ব্যাংক আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে।