দেশের ৪ অঞ্চলে ফোরজি সেবা চালু

ফোরজি মোবাইল নেটওয়ার্কে আজ যু্ক্ত হচ্ছে বাংলাদেশ। গ্রাহকদের ফোরজি সেবা দেয়ার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন(বিটিআরসি) অপারেটরদের কাছে আজ সন্ধ্যায় লাইসেন্স হস্তান্তর করবে।

এরপর অপারেটরগুলো ফোরজি নেটওয়ার্ক চালুর ঘোষণা দেবে। ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ঘোষণা দিয়েছে লাইসেন্স প্রাপ্তির পর পরই ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, খুলনা, সিলেটে ফোরজি চালু করা হবে। বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, ‘ফোরজি সেবা চালুর জন্য আমরা আগ্রহের সাথে অপেক্ষা করছি।’

তিনি আরো বলেন, ‘ফোরজি অগণিত সম্ভাবনার দ্বার উন্মোচন করে বাংলাদেশকে ডিজিটাল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশে যাত্রা শুরুর পর থেকেই বাংলালিংক প্রযুক্তির মাধ্যমে জীবনযাত্রার গুণগত পরিবর্তন আনতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আজ আমরা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাবো।’

‘এছাড়া সম্প্রতি নতুন ভাবে সংযোজিত ২১০০ মেগা হার্টজ ব্যান্ডের ৫ মেগা হার্টজ তরঙ্গ ও ১৮০০ মেগা হার্টজ ব্যান্ডের ৫.৬ মেগা হার্টজ তরঙ্গ আমাদের সেবার মান আরও বৃদ্ধি করবে’, বলেন এরিক অস। আজ ফোরজি লাইসেন্স গ্রহণের পর ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেটের বিশেষ কিছু অঞ্চলে ফোরজি সেবা চালু করবে বাংলালিংক। এদিকে দেশের বড় একটি মোবাইল ফোন অপারেটর জানিয়েছে তারা শুরুতে কেবলমাত্র ঢাকাতেই ফোরজি নেটওয়ার্ক চালু করবে। সেক্ষেত্রে বাংলালিংক ঢাকার বাইরে ফোরজি চালু করলে ফোরজিতে খানিকটা এগিয়ে থাকবে অপারেটরটি।