‘চাপের মধ্যে খেলোয়াড়দের বার্ন আউট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে’
গত নভেম্বর মাস থেকেই টানা খেলার মধ্যে আছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজের পরপরই তারা ইংল্যান্ডের বিপক্ষে নেমে পড়েছেন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে। এখন তারা খেলছেন ট্রান্স-তাসমান ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে। কিছুদিন পরই আবার শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ। সব মিলিয়ে চলতি টি-টুয়েন্টি সিরিজে ভারপ্রাপ্ত অজি অধিনায়ক ডেভিড ওয়ার্নার বলছেন, এত চাপের মধ্যে খেলোয়াড়দের বার্ন আউট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
জানুয়ারি মাসের ৮ তারিখে অ্যাশেজ শেষ হওয়ার পর পাঁচদিন পরই ইংল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নেমে যায় অস্ট্রেলিয়া। অ্যাশেজে দাপুটে জয়ের পর এই সিরিজে ইংলিশদের কাছে ৪-১ ব্যবধানে হারে অজিরা। সিরিজ চলাকালীন সময়ে মানসিকভাবে পুরো নিঃস্ব হয়ে গিয়েছিলেন বলে স্বীকার করেছিলেন ওয়ার্নার। আর বিরতিহীন ক্রিকেটের ছাপ সেই সিরিজে তাদের উপর পড়েছিল এমনটাই বলেছেন ভারপ্রাপ্ত টি-টুয়েন্টি অধিনায়ক ওয়ার্নার, ‘যেভাবে পারফর্ম করেছি তা দেখার পর বলতে পারেন এটাই ঘটেছে।’ তবে ভাল পারফর্ম করলেও বিশ্রাম তাদের প্রাপ্য ছিল বলেই মনে করেন এই বাঁহাতি, ‘কিন্তু ভাল পারফর্ম করলেও আমাদের বিরতি প্রয়োজন ছিল।’
দক্ষিণ আফ্রিকা সফরের কথা চিন্তা করে চলতি ট্রান্স-তাসমান সিরিজে ওয়ার্নার ছাড়া বাকি টেস্ট খেলোয়াড়দের বিশ্রাম দেয়া হয়েছে। এমনটা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগেও প্রয়োজন ছিল বলে জানিয়েছেন ওয়ার্নার, ‘আমি মনে করি শেষ টেস্ট ও প্রথম ওয়ানডের মধ্যে শুধু একটি বিষয়ই অনুপস্থিত ছিল, আর তা হল বিরতি। ইংল্যান্ডের সম্ভবত চারজন খেলোয়াড় টেস্ট ও ওয়ানডে দুই সিরিজ খেলেছে। এবং ক্রিস ওকস ছাড়া আর কোন বোলার ছিল না। এভাবে চিন্তা করলে আমরাও উপকৃত হতে পারি।’